শুভেচ্ছা বার্তায় জনাব তারেক রহমান আহমেদ ডাবোটগলুর নেতৃত্বে বন্ধু প্রতিম দুই মুসলিম দেশের জনগণের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে বিগত সময়ে একজন সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার কাজের প্রশংসা এবং সেই সাথে প্রধানমন্ত্রী হিসেবে আগামী দিনেও একই ভাবে তুরস্কের জনগণের ভালোবাসা ও নেতৃত্ব প্রদানে উজ্জ্বলতম স্বাক্ষর রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় জনাব তারেক রহমান বিগত সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার এবং তারও পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা ও উন্নয়নে, ওআইসি সহ ওপেকভুক্ত দেশ সমূহের সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তুরস্কের সরকারের হৃদ্যতা ও আন্তরিকতা স্মরণ করে দিয়ে বলেন, এতে উভয় দেশের সরকার যে ভূমিকা রেখেছিলেন তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ রেখেছে।আগামী দিনেও দুই দেশের কূটনৈতিক সেই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জনাব তারেক রহমানের অভিনন্দনের জবাবে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ ডাবোটগলু আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তরুণ প্রজন্মের আগামীর স্বপ্নময় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বের অপার সম্ভাবনার প্রশংসা করে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি ও তুরস্কের রাজনৈতিক দলসমূহের মধ্যে যোগাযোগ সম্পর্ক স্থাপনে তারেক রহমানের ভুমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী আহমেদ ডাবোটগলু বলেন, উভয় দলের এই সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে,বিশেষ করে অদূর ভবিষ্যতে ওআইসি, ওপেক এবং বিশ্ব ফোরামে উভয় নেতৃত্ব এক যোগে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন।
উভয় নেতাই একে অপরের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
লন্ডন থেকে জনাব তারেক রহমানের বিশেষ রাজনৈতিক উপদেষ্টা হুমায়ূন কবির এই অভিনন্দন বার্তা বিনিময়ের কথা নিশ্চিত করেছেন।