DMCA.com Protection Status
title="শোকাহত

কিশোরগন্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ৭ গুলিবিদ্ধসহ আহত ১৫

 Kishorganj-Clash-BCL-picf-e1413400328528কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে ছাত্রলীগ নেতা রুমন, রনিসহ ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

বুধবার রাত ১০টা থেকে জেলা শহরের আওয়ামী লীগ অফিস ও কালবাড়ি এলাকায় দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা ছাত্রলীগ কমিটির নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ শুরু হয়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকান-পাট। শহরের একটি ক্লিনিকে ব্যাপক ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাওয়া পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ছিল নির্বিকার। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ছিল নির্বিকার।

গোলাগুলি চলাকালে ছাত্রলীগ নেতা রুমন, রনিসহ ৭ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো আহত হয় অন্তত ১৫ জন। আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Share this post

scroll to top
error: Content is protected !!