সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, তারা জনগণকে সঙ্গে নিয়ে কিছু করতে পারবে না। তাদের সামনে চোরাগোপ্তা হামলা ছাড়া অন্য কোনো পথ নেই। সেজন্য চোরাই পথে ক্ষমতা দখলের জন্য ১৫ আগস্টের মতো ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে।
শুক্রবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে ৬টি সেতু উদ্বোধন শেষে বাঙ্গালী ব্রিজের পূর্ব পাশে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই এবং কোনো প্রস্তুতিও নেই। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের আন্দোলন বাধাগ্রস্ত করারও কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে কিছু হাইব্রিড পরগাছা নেতা ঢুকে পড়েছে। সংগঠনকে শক্তিশালী করতে হলে হাইব্রিড পরগাছা নেতাদের শনাক্ত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রমুখ।