ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় বার অংশ নেয়ার সুযোগ অন্তত আরো এক বছর বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় ৫ আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিনের মতো আজ রবিবারও ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাশে জড়ো হন আন্দোলনরত শতাধিক ভর্তিচ্ছু। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি উল্লেখ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলে পুলিশ।
কিন্তু আন্দোলনকারীরা যেতে না চাইলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয় এবং ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৫ জনকে আটক করে পুলিশ। তাদেরকে শাহবাগ থানায় রাথা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ওই ঘটনার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের অনুমতি নিয়ে আবারো রাজু ভাষ্কর্যে ফিরে এসেছে আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় তিনশ’ ভর্তিচ্ছু সেখানে অবস্থান নিয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন। –