জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী। তার পরিবারের শঙ্কা, এই বছরটা হয়তো পার করতে পারবেন না ৭২ বছর বয়সী বিশ্ব ক্রীড়ার এই মহাতারকা।
গুরুতর অসুস্থ এই ক্রীড়া ব্যক্তিত্বকে জীবনের পথে ফিরিয়ে আনতে ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা। শঙ্কার ব্যাপারটি মাথায় রেখেই তাদের সবার আশা, বক্সিং রিংয়ের মতোই হয়তো শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবেন আলী।
পারকিনসন রোগে আক্রান্ত আলী ৩০ বছর ধরেই। এত বছর ধরে ধীরে ধীরে এই পারকিনসন ক্ষয় করেছে তার জীবনীশক্তি। পরিষ্কার করে কথা বলার শক্তি তিনি হারিয়ে ফেলেছেন অনেক আগেই। এখন চলার শক্তিটাও কেড়ে নিয়েছে এই রোগ। আলীর শারীরিক অবস্থা সত্যিকার অর্থেই কতটা ভয়াবহ, সেটা জানা গেছে তার পুত্রের কণ্ঠেই।
তার ছেলে মোহাম্মদ আলী জুনিয়র আশঙ্কার সঙ্গেই বলেছেন, ‘বাবা এ বছরটা পার করতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তিনি চলার শক্তি হারিয়ে ফেলেছেন। ইদানীং কথাও বলতে পারছেন না।’ তবে মেয়ে হানা আলী আশাবাদী তার বাবা ফিরে আসবেন আনন্দময় জীবনে, ‘আমার সঙ্গে তার প্রতিদিনই কথা হয়। আমি আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেনই।’