DMCA.com Protection Status
title=""

মরহূম ডঃ পিয়াস করিম স্মরনে কানাডা বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Pias-Karimঅদ্য ২১শে অক্টোবর ,মঙ্গলবার সন্ধ্যায় মন্ট্রিয়লের একটি রেস্তোরায় কানাডা বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ঠ শিক্ষাবীদ এবং গনমাধ্যম ব্যক্তিত্ব ড.পিয়াস করিম স্মরনে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল,কানাডার সাধারন সম্পাদক জনাব নাসিম উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন কুইবেক বিএনপির সভাপতি জনাব নাসির আহমেদ।

 

canadabnpflagসভায় আরও বক্তব্য রাখেন কানাডা বিএনপির আঞ্চলিক সমন্বয়কারী ও দৈনিক প্রথম বাংলাদেশ সম্পাদক কাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজু,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,কানাডার সভাপতি জনাব জয়নাল আবেদীন জামিল,পেশাজিবী নেতা প্রকৌশলী সিহাবউদ্দিন প্রমূখ।

 

শোকসভার  বক্তারা ক্ষনজন্মা বুদ্ধিজীবি ড.পিয়াস করিমের সাহসী এবং প্রতিবাদী চেতনার ভূয়সী প্রশংসা করে বলেন,আজকের গনতন্ত্রহীন বাংলাদেশে পিয়াস করিমের মতো বলিস্ঠ কন্ঠস্বর বড়ই প্রয়োজন।মৃত্যুর পর জনাব করিমকে শুধু মাত্র সত্য বলার অপরাধে যে নিদারুন মিথ্যাচার আর অপমান করা হয়েছে তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।

 

এছাড়াও সভায় ইসলাম অবমাননাকারী মুরতাদ ধর্মদ্রোহী লতিফ সিদ্দিকীর  বিচার ও ফাঁসী দাবী করা হয়।

 

সভার বক্তারা বাংলাদেশের বর্তমান ভয়াবহ অবস্হায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে নতুন নতুন মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়।অবিলম্বে এই অবৈধ সরকার হটিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগনের ভোটের অধিকার প্রতিস্ঠার অঙ্গিকার করেন বক্তারা।

 

Share this post

scroll to top
error: Content is protected !!