DMCA.com Protection Status
title=""

নির্বাচনের ট্রেন ১৯ সালের আগে থামবে নাঃ স্বাস্থ্য মন্ত্রী মো:নাসিম

Nasim নাসিম {focus_keyword} নির্বাচনের ট্রেন ১৯ সালের আগে থামবে না Nasim                 e1407766773211রাজশাহী: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়া নির্বাচনের যে ট্রেন মিস করেছেন তা ২০১৯ সালের আগে আর থামবে না।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির কক্তব্যে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোটকে প্রতিহত করা হবে। নির্বাচনের আগে খালেদা জিয়াকে আলোচনার অনেক প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তখন তিনি কোনো সাড়া দেননি।’

ড. কামালকে প্রশ্ন করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনি সংবিধান লিখেছেন। ৫ বছরের আগে আপনি নির্বাচন চাচ্ছেন। সংবিধানের কোথায় লেখা আছে যে পাঁচ  বছরের আগে নির্বাচন করতে হবে?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলন উদ্বোধন করার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। পরে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সম্মেলনের উদ্বোধন করেন।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সম্পর্কে নাসিম বলেন, ‘তাকে মন্ত্রীত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই না তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।’

রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও সাংসদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

দুপুর ২টায় প্রথম অধিবেশন শেষ হয়ে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে।

এছাড়া সাধারণ সম্পাদকসহ অন্য পদগুলোতে নির্বাচন প্রক্রিয়া চলছে।

Share this post

scroll to top
error: Content is protected !!