১৭ বছর তুমুল জনপ্রিয়তা নিয়ে চলার পর আজ বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে সাপ্তাহিক ২০০০। দেশের শীর্ষস্থানীয় এই বাংলা সাপ্তাহিকটির সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হবে আগামীকাল শুক্রবার।
অব্যাহত লোকসানের কারণেই পত্রিকাটি বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
সাপ্তাহিক ২০০০-এর সহকারী সম্পাদক মঞ্জুর শামস বলেন, ম্যাগাজিনের প্রকাশক আমাদের বলেছেন তারা অব্যাহত লোকসান চালিয়ে যেতে পারবেন না।বৃহস্পতিবার সাপ্তাহিক ২০০০- এর সম্পাদক মঈনুল আহসান সাবের জানান, ‘প্রকাশকের সিদ্ধান্ত অনুযায়ীই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৪ সালের ৩১ অক্টোবরের সংখ্যাটিই এর শেষ সংখ্যা। এরপরই এর প্রকাশনা বন্ধ হয়ে যাবে।’ সংখ্যাটি যন্ত্রস্থ থাকায় এর সম্পাদনা বিভাগের কাজ শেষ হয়ে গেছে আজই।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যাত্রা শুরু করে সাপ্তাহিক ২০০০। অভিজ্ঞ সাংবাদিক মরহুম শাহাদাত চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক।
যাত্রালগ্ন থেকেই নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের কারণে ব্যাপক জনপ্রিয়তা পায় ম্যাগাজিনটি। ট্রান্সকম গ্রুপের সাপ্তাহিকটির প্রকাশক ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।