আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মোদি ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়ার মুখে ছিল মোনালিসার হাসি। তখন মনে হয়েছিল, ভারতে বিজেপি নয়, বিএনপিই ক্ষমতায় এসেছিল। মোদি যখন বললেন, দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, দেশকে বাঁচিয়েছেন শেখ হাসিনা। তখন তার হাসিমুখ মলিন হয়ে যায়।’
বোবরার রাজধানীর বিএমএ মিলনায়তনে ‘শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ’ আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে এক আলাচনা সভায় তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, ‘আওয়ামী লীগের নয়, ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া সব হারিয়ে রাজনৈতিকভাবে উন্মাদ হয়ে গেছেন। তিনি আমাদের কাছে, শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে হেরে গেছেন। তারা ৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার দৃঢ়তার কারণে নির্বাচন হয়েছে। গণতন্ত্র বজায় রয়েছে। অসম্ভবকে সম্ভব করেছেন শেখ হাসিনা।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। সে সময় যারা এসব কর্মকাণ্ড করেছিলেন, তারা এখনো সক্রিয়। আগামীতেও তারা এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করবে। এদের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার ও সতর্ক থাকতে হবে।’
বিএনপির সমালোচনা করে আমু বলেন, ‘বিএনপির আন্দোলন ছিল মানুষ হত্যার আন্দোলন, তাই তাদের আন্দোলনে মানুষ এখন সাড়া দিচ্ছে না। যে কারণে তারা ষড়যন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
সভায় আরো বক্তব্য দেন-ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সনাল প্রমুখ।