DMCA.com Protection Status
title=""

চলে গেলেন প্রখ্যাত সংগীত শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী

bg_mohammad_ali_siddiqui_395515717_105351কিংবদন্তী সংগীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী আর নেই। তিনি মঙ্গলবার সকালে মিরপুর-১ এর নিজ বাসভবনে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।



গত ২০ অক্টোবর তিনি গুরুতর অসুস্থ হয়ে ল্যাবএইডে ভর্তি হন। এরপর থেকে অসুস্থই ছিলেন। ক’দিন আগে তাকে মিরপুর-১ এর বাসায় নেওয়া হয়।



১৯৬০ সালে পাকিস্তান রেডিওতে গান গাওয়ার মধ্য দিয়ে সংগীত জীবন শুরু করেন। এরপর ষাট, সত্তর ও আশির দশকে হয়ে উঠেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী। টানা তিন দশক রেডিও, টেলিভিশনে দাপটের সঙ্গে গান গেয়েছেন। সংগীতের সুরের মূর্ছনায় অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নেন সংগীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী।



পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর তার জানাজা শেষে মিরপুর-১ এ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



মোহাম্মদ আলী সিদ্দিকীর বর্ণিল সংগীত জীবন:



মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া বাঁশি বাজে দূরে, ওই দূর দূর দুরান্তে, জানতাম যদি শুভঙ্করের ফাঁকি, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে, তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভরে না, শোন গো রূপসী গানগুলো এখনও মানুষের মনে দাগ কেটে আছে। কেউ কেউ মনের অজান্তেই গুন গুন করে গাইতে থাকেন এই গানগুলো।



বর্ণিল সংগীত জীবনে মোহাম্মদ আলী সিদ্দিকী ২০৬টি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। বর্ণাঢ্য সংগীত জীবনে প্রায় সাড়ে তিন হাজার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী। এর মধ্যে বাংলা গানের পাশাপাশি রয়েছে বেশ কিছু উর্দু গান।



মোহাম্মদ আলী সিদ্দিকী সংগীতের দীক্ষা নেন বিপিন দাস, সমর দাস, আব্দুল আহাদ, কাদের জামেরী প্রমুখ সংগীত ব্যত্তিত্বের কাছ থেকে। ভিন্ন রকম গায়কীতে মুগ্ধ করে তিনি হয়ে উঠেন সবার প্রিয় সংগীতশিল্পী। আধুনিক সংগীতে তিনি কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!