মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় ১৫তম ব্যক্তি হিসেবে জায়গা করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রথম ফোর্বসের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় নাম উঠল গুজরাটের সাবেক এই মুখ্যমন্ত্রীর।
তবে গতবারের মতো এবারও এই তালিকার শীর্ষে রয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর তার পরের প্রভাবশালী ব্যক্তি যথারীতি মধ্যবর্তী নির্বাচনে নাকানি-চুবানি
খাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে, তালিকা থেকে বাদ পড়ে গেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসর চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
ফোর্বস লিখেছে, পৃথিবী নামক এই গ্রহে বর্তমানে ৭২০ কোটি মানুষের বসবাস। আর এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ৭২ জনই মূলত পৃথিবীকে পরিচালনা করছেন। খবর: বিবিসি ও রয়টার্সের।
এর আগে দুই বছর বিশ্বের সবচে ক্ষমতাধর ব্যক্তির তকমাটি ছিল ওবামার দখলেই। ফোর্বসের সম্পাদক আর উপদেষ্টারা শত শত মনোনীত ব্যক্তির তালিকা থেকে ৭২ জনকে নির্বাচন করেছেন।
সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন ১৪ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের কর্তৃত্ব প্রতিনিয়ত সংহত করে গেছেন।
অন্যদিকে দীর্ঘদিন ধরে বিশ্বের অর্থনীতিতে শীর্ষস্থানে থাকলেও সম্প্রতি চীনের কাছে অবস্থান হারায় ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। এসব বিবেচনায় তার একধাপ অবনমন হয়েছে।
আর সর্বশেষ অভ্যন্তরীণ রাজনীতিতেও মধ্যবর্তী নির্বাচনে প্রতিপক্ষ রিপাবলিকানদের কাছে হেরে যায় ওবামার ডেমোক্র্যাটিক পার্টি। ফোর্বসের তালিকায় ‘সবচেয়ে ক্ষমতাধর’ ব্যাক্তির মধ্যে তিন নম্বরে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পোপ ফ্রান্সিস আছেন চার নম্বরে। আর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রয়েছেন পাঁচ নম্বরে। আর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ রয়েছেন ৩১ নম্বরে।
তালিকায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন ১৫ নম্বরে। ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়া আইএসের প্রধান নেতা আবুবকর আল বাগদাদিকেও এই তালিকায় স্থান দেয়া হয়েছে। তিনি রয়েছেন ৫৪ নম্বরে। –