৭ নভেম্বরের সিপাহী বিপ্লবে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সামনে আনার পেছনে অন্যতম কারণ ছিল তার সততা এবং জনপ্রিয়তা।
এ ব্যাপারে মহিউদ্দিন আহমদ-এর সদ্য প্রকাশিত ‘জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি’ শীর্ষক বইতে কর্ণেল তাহেরের ছোটভাই আনোয়ার হোসেনের(জাবির সাবেক ভিসি) উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে:
দেশের ভবিষ্যৎ প্রশ্নে জিয়ার সঙ্গে তাহেরের বোঝাপড়ার অনেকখানিই আমাদের অজানা এবং তা আর কোনো দিন জানা সম্ভবও হবে না। তবে জিয়ার প্রতি তাহেরের অনুকূল মনোভাবের কিছু কারণ শনাক্ত করা সম্ভব।“জিয়ার সঙ্গে তাহেরের কী কথা হয়েছিল? কেন হঠাৎ তাদের সম্পর্কে ফাটল ধরে, তা নিয়ে নানা ধরনের কথাবার্তা প্রচলিত আছে। সত্যটা খুঁজে বের করা খুবই কঠিন, হয়তো বা অসম্ভব। এ বিষয়ে তাহেরের অনুজ ও ঢাকা নগর গণবাহিনীর কমান্ডার আনোয়ার হোসেনের ভাষ্য এরকমঃ
প্রথমত, জিয়াকে সেনাবাহিনীতে একজন জাতীয়তাবাদী হিসেবে মনে করা হতো।
দ্বিতীয়ত, বেতারে আকস্মিকভাবে স্বাধীনতার ঘোষণা পাঠের সুবাদে মুক্তিযুদ্ধের সবচেয়ে পরিচিত সেনানায়কে পরিণত হন তিনি।
তৃতীয়ত, সে সময়কার অধিকাংশ সেনা অফিসারের বিপরীতে জিয়া ছিলেন অত্যন্ত সৎ। এবং সর্বোপরি তাহের ও জাসদের উদ্যোগ আয়োজন সম্পর্কে জিয়ার মনোভাব ছিল ইতিবাচক।”