বোমা মেরে সরকার পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহিদুল হক।
শনিবার বিকেল সাড়ে ৫টায় মাগুরার শ্রীপুর উপজেলা ডিগ্রি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পুলিশ একটি আইন প্রয়োগকারী সংস্থা। এর সঙ্গে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে অপরাধ করে কেউ পার পাবে না। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি ও দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আন্দোলনের নামে বোমা মেরে সাধারণ মানুষের পাশাপাশি ১৭ জন পুলিশকে হত্যা করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী কমিউনিটি পুলিশিং কার্যক্রম গড়ে তুলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির উজ জামান, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. দিদার আহম্মদ ও খন্দকার রফিকুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক আব্দুল ফাত্তাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিল্পী মমতাজ বেগমসহ বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।