মানহানির একটি মামলায় বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী,বীর উওমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক সংগঠন ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার গত বছরের ১৯ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা করেছিলেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ মঙ্গলবার তার বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়ে আগামী ১১ ডিসেম্বর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন।
অভিযোগ গঠনের ধার্যদিনে কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয় বলে তার আইনজীবী মাহবুব হাসান রানা জানিয়েছেন।
একইসঙ্গে মামলার বাদী ১৪টি ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাকেও কারণ দর্শাতে বলেছেন বিচারক।
মামলায় বলায় হয়, ২০১২ সালের ২ সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় আল বদর, আল শামস বাহিনী সৃষ্টি করে তাদের বেতনভাতা দিতেন।
“রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধের বিচার সম্ভব নয়।”
কাদের সিদ্দিকীর এ বক্তব্যে মুক্তিযোদ্ধা হিসাবে মানহানি হয়েছে বলে অভিযোগ করেন রুহুল আমিন মজুমদার।