চেক প্রত্যাখাত হওয়ায় প্রতারণার অভিযোগে মডেল ও অভিনেতা মনির খান শিমুলের বিরুদ্ধে আদালতে মামলা করেছে চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ।
মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে চট্টগ্রাম ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ মামলা করেন।
বাদির আইনজীবী মঈন আবদুল্লাহ আল আহাদ চৌধুরী দৈনক প্রথম বাংলাদেশকে বলেন, আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর এনলাইটেন এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী হিসেবে ভিক্টরি সেলেব্রেশন নামে অনুষ্ঠানের আয়োজন করেন শিমুল।
“ভাড়া, থাকা-খাওয়া এবং সাউন্ড সিস্টেমের ভাড়া বাবদ মোট আট লাখ টাকা বিল হয়। এর মধ্যে দুই লাখ চল্লিশ হাজার টাকা বকেয়া ছিল। যোগাযোগ করা হলে চলতি বছরের ১৪ জানুয়ারি তিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটি চেক দেন, পর্যাপ্ত তহবিলের অভাবে যেটি প্রত্যাখ্যাত হয়।”
চেক প্রত্যাখ্যাত হওয়ার পর চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার শিমুলের সঙ্গে যোগাযোগের পর লিগ্যাল নোটিসও পাঠানো হয় বলে দাবি করেন আইনজীবী মঈন।
তিনি বলেন, “লিগ্যাল নোটিসেরও জবাব দেননি মনির খান শিমুল। তাই বাধ্য হয়ে আমরা মামলা করেছি।”