DMCA.com Protection Status
title="৭

৭ই নভেম্বর ১৯৭৫ এ বাংলাদেশ পেয়েছিলো স্বাধীনতা ও গনতন্ত্রের নতুন দিশাঃ কানাডা বিএনপি

7novcbnp1৭ই নভেম্বর এবং জিয়াউর রহমান দুটি সমার্থক বিষয়।৭ই নভেম্বর এর ঐতিহাসিক ঘটনা প্রবাহ না ঘটলে বাংলাদেশের ইতিহাসে বিএনপির অভ্যুদয় ও ঘটতো না এবং জাতীয়তাবাদী চেতনায় জাতি হতো না আলোকিত এবং উজ্জিবিত।আজ সন্ধ্যায় মন্ট্রিয়লে কানাডা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে  জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

3404_10200157977734470_1622399580_n

কুইবেক বিএনপির সভাপতি জনাব শাহজাহান শামিম এর সভাপতিত্বে এবং কুইবেক বিএনপির সাধারন সম্পাদক জনাব মুহিম আহমদের পরিচালনায় এই সভার প্রধান অতিথি ছিলেন ওসাফের গ্লোবাল কোঅর্ডিনেটর ও কানাডা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী জনাব জুলফিকার হায়দার মুরাদ।

 

এপর্যায়ে বাংলাদেশে অবস্থানরত কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরী টেলিকনফারেন্সের মাধ্যমে সভায় তার জ্ঞানগর্ব বক্তব্য প্রদান করেন।তিনি উপস্থিত সকলকে মহান বিপ্লব ও সংহতি দিবসের সংগ্রামী সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,কানাডা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জনাব মখসুম তরফদার।

 

7novcbnpবক্তারা আরও বলেন ৭ই নভেম্বরের বিপ্লবের আদর্শ দিক্ষিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে  এই বাকশালী-ফ্যাসিস্ত আওয়ামী সরকারকে বিতারিত করে দেশের মানুষকে মুক্ত করতেই হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন ,কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনসার আহমেদ,কানাডা বিএনপির আঞ্চলিক সমন্বয়কারী ও দৈনিক প্রথম বাংলাদেশ সম্পাদক ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজু,স্বেচ্ছাসেবক দল কানাডার সভাপতি জনাব জয়নাল আবেদিন জামিল,মন্ট্রিয়ল বিএনপির সভাপতি জনাব নাসিরউল্লাহ,পেশাজীবি নেতা প্রকৌশলী সিহাব উদ্দিন,বিএনপি নেতা জনাব তারেক,জনাব খালেক,প্রকৌশলী জনাব তোফাজ্জল হোসেন পরাগ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!