DMCA.com Protection Status
title="শোকাহত

সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোর পরিবর্তনে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

98246_1ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও জাতীয় স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪, ৩৬ ও ৩৮ নম্বর ইউনিটকে বেঙ্গল ন্যাশনাল স্ট্যন্ডার্ড প্রদান করেন।প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া শুরু করেছে।

এছাড়াও প্রধানমন্ত্রীর চট্টগ্রাম মহানগরের মুরাদপুর- লালখান বাজারে ফ্লাই ওভার নির্মাণ কাজের উদ্বোধন করারও কথা রয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!