DMCA.com Protection Status
title="৭

ব্যাংকিং খাতে জালিয়াতি বিচ্ছিন্ন ঘটনা, তা ঘটবেই: কাজী আকরাম উদ্দিন আহমেদ

 kazi-akramব্যাংকিং খাতে দুর্নীতি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ও প্রধানমন্ত্রীর পরম আত্মীয় কাজী আকরাম উদ্দিন আহমেদ। এমনকি এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে মতিঝিল ফেডারেশন ভবনে বিসিএস ফরেন ক্যাডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কাজী আকরাম বলেন, ‘লক্ষ লক্ষ টাকার লেনদেন যেখানে হয়, সেখানে দুই এক জন মানুষের টাকা দেখে লোভ লাগতেই পারে। সে লোভের কারণেই দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই।’

দেশে বিনিয়োগ বাড়াতে করণীয় সম্পর্কে উপস্থিত বিসিএস ফরেন ক্যাডারদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের দেশের অবকাঠামো যত বেশি উন্নয়ন হবে, ততবেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়বে। বর্তমানে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এখন লোডশেডিং খুব কম হচ্ছে। গ্যাস সংযোগের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। তাই মনে করি, আন্তর্জাতিক বিনিয়োগ আসবে এবং অভ্যন্তরীণ বিনিয়োগে যে প্রতিবন্ধকতা রয়েছে তা কেটে যাবে।’

বিদেশিরা বাংলাদেশের সিরামিক, চামড়া, হীরা কাটা ফ্যাক্টরি, সাইকেল ফ্যাক্টরি খাতে বিনিয়োগে আগ্রহী। এ লক্ষ্যে ইতিমধ্যে চিন, জাপান ও মিলান সরকারের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছে বলে জানান কাজী আকরাম।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ও ভাইস প্রিন্সিপাল মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের যে মানব সম্পদ রয়েছে তা কাজে লাগাতে হবে। আমাদের অনেক মেধা পড়ে আছে তাদের তেমন খোঁজ-খবর নেয়া হচ্ছে না, তা নেয়া জরুরি।’

২০২১ সালে দেশ মধ্যম আয়ে উন্নীত হলে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তা মাথায় রেখে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘২০২১ সালে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, মনে করেন, আমরা সে লক্ষ্যমাত্রায় পৌঁছলাম। তখন কী হবে? এলডিসি হিসেবে এখন আমরা যে সুযোগ পাই তখন সে সুযোগ থাকবে না। তাই আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যাতে মধ্যম আয়ের দেশ হওয়ার পর আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। তার প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে।’

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে ফরেন ক্যাডারদের নিজ দেশের শ্রমিদের বিপদে এগিয়ে আসা এবং তাদের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ সংগঠনটির পরিচালক ও বিসিএস ফরেন ক্যাডাররা এসময় উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!