'বিএনপির প্রতি দেশের আপামর জনসাধারনের অগাধ ভালবাসা ও আস্থায় ভীত হয়ে অবৈধ, জনসমর্থনহীন, ফ্যাসিস্ত আওয়ামী লীগ সরকার বিএনপির জনপ্রিয় নেতাদের নির্মূল করার প্রকল্প হাতে নিয়েছে'।সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে বিএনপি নেতা হারিস চৌধুরী,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ,হবিগন্জ পৌরসভার মেয়র জি কে গউস প্রমুখ জনপ্রিয় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে কানাডা বিএনপির এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
কানাডা বিএনপির এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,৫ই জানুয়ারীর ভোটারবিহীন ভূয়া নির্বাচনে গায়ের জোরে ক্ষমতায় থাকা এই সরকার মিথ্যা এবং অসততার সকল রেকর্ড ভঙ্গ করেছে।কেবল মাত্র নিরাপওা বাহিনীর শক্তির জোরে ক্ষমতা আকড়ে থাকা এই আওয়ামী সরকারের রোশে শত শত বিএনপি নেতা কর্মী গুম,খুন,হামলা,মামলার শিকার হয়ে আজ বিপর্যস্ত।
এমতাবস্থায় প্রথম চার্জশীটে নাম না থাকার পরও শুধু মাত্র রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রনোদিত হয়ে বৃহত্তর সিলেটের অত্যন্ত জনপ্রিয় এইসব নেতাদের সম্পূর্ন অযৌক্তিক ভাবে কিবরিয়া হত্যা মামলার সম্পুরক চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে,যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
আমরা এ ধরনের রাষ্ট্রীয় মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই মিথ্যা চার্জশিট বাতিল করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি ।সর্বোপরি প্রবল গন আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা সরকার বিতারন করে বাংলাদেশের জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করছি।