DMCA.com Protection Status
title="৭

জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশঃ বিশ্বব্যাপি ক্রিকেট প্রেমীদের সাধুবাদ

161120141253864995 বাংলাদেশ ক্রিকেট দল আমাদের জন্য এই সম্মানটুকু অর্জন করে দিয়েছে। জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করার পর থেকেই বিশ্বের নানান প্রান্ত থেকে বাংলাদেশের প্রতি সম্মানে মাথা নত করছে বাকী বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপালসহ বিশ্বের নানান প্রান্তের মানুষ বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

 

সম্মান প্রকাশের ধরণটিও লক্ষ্যনীয়। আইসিসির ফেসবুক পেইজে ক্রিকেট প্রেমীরা লিখছেন- Go tiger go: from Nepal, congratulation Bangladesh …. With Love and Respect From Pakistan,  respect from india, respect from germany।  

আইসিসির পেইজে পাওয়া বাংলাদেশকে সম্মান জানান ক্রিকেট প্রেমীদের কয়েকটি কমেন্ট তুলে ধরা হলো।

 

ইউনিক দীনেশ, ভারত:

বাংলাদেশ ক্রিকেট দল শুধু সাকিব নির্ভর দল নয় তা আজ প্রমাণিত হল। কারন ৩য় টেস্টে সাকিব কোনো উইকেটইপায়নি। কিন্তু দলের অন্যান্য বলার ও ব্যাটসমানরা ঠিকই কাজের কাজটি করতে পেরেছে। বাংলাদেশ দল অনেক দূরএগিয়ে যাবে। ইন্ডিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা।

শাহীদ আহমেদ, পাকিস্তান:

সাকিব সেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানের পক্ষ থেকে শ্রদ্ধা।

পারভেজ হুসাইন চান্দিও, পাকিস্তান:

আমি পাকিস্তানের পরই বাংলাদেশ ক্রিকেট দলকে পছন্দ করি। আমি সত্যিই বাংলাদেশ ক্রিকেট দলকে পছন্দ করি।সাকিব আল হাসানের প্রতি শ্রদ্ধা রইল।

রুবেল নাহিদ, দুবাই:

বাংলাদেশ দল মাঝে মধ্যে জিতুক আমরা তা চাই না। আমরা চাই বেশিভাগ সময়ই বাংলাদেশ দল জিতুক। এবংতারাই একমাত্র বিজেতা হোক।

তাহের নায়েক, কাশ্মীর:

 অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। কাশ্মীরের পক্ষ থেকে ভালবাসা রইল।

দীপক আচার্য্য, নেপাল:

বাংলাদেশ দল খুব ভাল খেলেছে। নেপালের পক্ষ থেকে শ্রদ্ধা রইল।

ফাহাদ খান, পাকিস্তান:

সাকিব আল হাসান পাকিস্তানে খুবই জনপ্রিয়।

উত্তম বিশ্বাস, ইন্ডিয়া:

ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে শ্রদ্ধা আর ভালবাসা। তোমরা এখন রকস্টার। এটা ধরে রাখো।

নীলাংকা মধুমাল, শ্রীলংকা:

সুন্দর, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার পক্ষ থেকে শ্রদ্ধা।

স্টানিং শাহনাজ খান, ইন্ডিয়া:

খুব ভাল খেলেছো তোমরা। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপেও এই ধরণের ধারাবাহিকতা থাকা চাই। ইন্ডিয়ার পক্ষথেকে শ্রদ্ধা।

তালহা আফ্রিদি, লাহোর, পাকিস্তান:

অভিনন্দন,পাকিস্তানের লাহোর থেকে শ্রদ্ধা ও ভালবাসা রইল বাংলাদেশী জনগনের প্রতি।

সামির সিক্সার সিং, পাঞ্জাব, ইন্ডিয়া:

আমি একজন ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের কোন ম্যাচই মিস করিনি। বাংলাদেশ আমার প্রিয় দল। এগিয়েযাও বাংলাদেশ ক্রিকেট দল, বিশ্বকাপ জিত।

সাইয়েদ ফোরকান মাসুদ, পাকিস্তান:

যত দূর সম্ভব বাংলাদেশ দল ভাল খেলেছে। ব্র্যাডমানের পর সম্ভবত মমিনুলেরই সেরা রানের গড়। অথচ সে মাত্র১২টি ম্যাচ খেলেছে। সে বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যত তারকা। পাকিস্তানের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালবাসা।

হাসান ইকবাল, পাকিস্তান:

ওয়াও। আমি বাংলাদেশের খেলা দেখেছি। সন্দেহ নেই মমিনুল ভবিষ্যত ক্রিকেট তারকা। পাকিস্তানের পক্ষ থেকেঅনেক শ্রদ্ধা রইল।

পীযূশ মিত্র, রাচি, ইন্ডিয়া:

বাংলাদেশের একজন ভবিষ্যত উঠতি খেলোয়ার মমিনুল। সে শুধু বাংলাদেশের নয় বিশ্বের সেরা কমবয়সীখেলোয়াড়।

Share this post

scroll to top
error: Content is protected !!