নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে সিলেটে মিছিল-সমাবেশ করেছে ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ ও যুব-ছাত্র সংগ্রাম পরিষদ। বুধবার বিকেলে নগরীর নগর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার একটি মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইলিয়াস আলী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মখন মিয়া চেয়ারম্যান বলেন, ‘সিলেটের কোটি মানুষের প্রাণের নেতা জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান সরকার এখনো দেয়নি। সিলেটের মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে। গণমানুষের এই নেতার সন্ধান অবিলম্বে দেয়া না হলে সিলেটসহ সারাদেশকে অচল করে দেয়া হবে।’
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গফফার, যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, বিএনপি নেতা মুফতি নেহাল প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী।