DMCA.com Protection Status
title="৭

মেজর জলিল আজীবন স্বাধীনতা রক্ষার সংগ্রাম করেছেন : ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

1416404163JalilMajorMAবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মেজর জলিল যতদিন বেঁচে ছিলেন, ততদিন সত্যিকার অর্থে স্বাধীনতা রক্ষার সংগ্রাম করেছেন। দেশের সম্পদ বিদেশে যাতে দেয়া না হয়, সেখানে বাধা সৃষ্টি করেছেন,হয়েছেন নিগৃহিত।




রাজধানীর পল্টনে বুধবার বিকালে ফটোজার্নালিস্ট মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আধিপত্যবাদী আগ্রাসন— নবম সেক্টর কমান্ডার মেজর (অব.) জলিল ও সার্বভৌমত্ব রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




রফিকুল ইসলাম মিয়া বলেন, মেজর জলিল এমন একটি নাম, প্রতিটি মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যারা সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন, তার মধ্যে অন্যতম মেজর জলিল।


তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনেক কথাবার্তা শুনছি। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিদেশিদের মুক্তিযুদ্ধের সম্মানের ক্রেস্টে গোল্ডের জায়গায় অন্যকিছু দেয়া হয়েছে। অনেক কিছুই শুনেছি, কীভাবে ৫ জন সচিবকে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হলো।




তিনি আরও বলেন, মেজর জলিলরা যা দিয়েছেন, তার বিনিময়ে কিছুই গ্রহণ করেনি। মানুষের ভালোবাসা পেয়েছেন। আজকে আমরা অনেকেই মন্ত্রী-এমপি হচ্ছি। অনেক কিছুই পেয়েছি। কিন্তু তারা কিছুই পায়নি। তাদের একটি স্বপ্ন ছিল, দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ অন্ন-বস্ত্র পাবে। কিন্তু বর্তমানে এ দেশের মানুষ কীভাবে বেঁচে আছে। জলিলরা বেঁচে থাকলে হয়ত এমনটা হতো না।




বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানে ইরানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।


 

Share this post

scroll to top
error: Content is protected !!