DMCA.com Protection Status
title="শোকাহত

সরকারের কাছে কত গুলি আছে দেখতে চাই : মির্জা আব্বাস

1416404666বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে অভিযোগ করে তা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। 



বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, সামনে আন্দোলন আসছে। আমাদের নেতাকর্মীরা এবার গুলি বুকে নেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কত গুলি সরকারের আছে এবার আমরা দেখব। গুলি শেষ হয়ে গেলে সরকার কী করবে? দেশের মানুষ আপনাদের ছাড়বে না। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এভাবে গুলিবর্ষণ করে আন্দোলন দমানো যাবে না। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যা করেছেন, করেছেন। এবার দমন-নির্যাতন বন্ধ করুন। দেশের মানুষ দয়ালু। সব মাফ করে দেবে। দয়া করে স্বৈরাচারের খাতায় নিজেদের নাম লিখাবেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘হুঙ্কার’ দিলে সরকার পতন হবে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার এক হুঙ্কারে সরকারের তখতে তাউস নড়বড়ে হয়ে যাবে। আপনারা টিকে থাকতে পারবেন না।



সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, সাবেক ছাত্র নেতা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, ছড়াকার আবু সালেহ, প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান বক্তব্য  দেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!