সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে সাথে সাথে জনস্বার্থে হরতালের ডাক দেবে ২০ দলীয় জোট।
শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ বৈঠকেই হরতালের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শনিবার রাত সোয়া ৯ টায় বিএনপি’র গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত পৌনে ১১টার দিকে।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে আগামী দিনের আন্দোলন নিয়ে আলোচনা করা হয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ানো হলে কঠোর আন্দোলন এবং হরতালের মত কর্মসূচি ঘোষণা করা হবে জানান দলের একটি সূত্র।
২০ দলীয় জোটের এক নেতা বলেন, জোটের যে সিদ্ধান্ত ঘোষণা করা প্রয়োজন সে সিদ্ধান্ত আমাদের মুখপাত্র আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।
এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের সরকারি পৃষ্ঠপোষকতার বিরুদ্ধেও সোচ্চার হবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৈঠক সূত্রে এ তথ্যও জানা গেছে।