DMCA.com Protection Status
title="৭

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্নঃ ডেভিড বার্গম্যানের মামলার রায় সোমবার

1417266461মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবেন।

 

গত ১৩ অক্টোবর শুনানি শেষে মামলাটির রায়ের দিন ১ ডিসেম্বর ধার্য করে ট্রাইব্যুনাল। গত ৪ সেপ্টেম্বর বিষয়টির ওপর শুনানি শেষে ১৩ অক্টোবর আদেশের দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন আদালত আদেশের দিন পুনঃনির্ধারণ করে। 

বার্গম্যান বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক।

২০১১ সালে তিনি নিজের লেখা ব্লগে মুক্তিযুদ্ধকালে ৩০ লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তার কাছে ব্যাখ্যা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সুপ্রিমকোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান।



ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ার ক্রাইমস ডট ব্লগ স্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো— ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস-১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস-২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। পরে ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বার্গম্যান এ বিষয়ে ব্যাখ্যা দিলে এর ওপর শুনানি হয়।



তবে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানায় ট্রাইব্যুনাল। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।



সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ ‘অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের প্রতিবেদনের জন্য এর লেখক ডেভিড বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেয়া আদেশের সময় ট্রাইব্যুনাল বার্গম্যানকে ‘সর্বোচ্চ সতর্ক’ করে দিয়ে বলে, ওই প্রতিবেদনের একটি অংশ ‘অত্যন্ত অবমাননাকর’। 

Share this post

scroll to top
error: Content is protected !!