DMCA.com Protection Status
title="৭

একজন আফগান মায়ের বীরোচিত প্রতিশোধ

1417182200ছেলে হত্যার চরম প্রতিশোধ নিয়েছেন আফগানিস্তানের একজন মা। ২৫ জন তালেবান জঙ্গিকে হত্যা ও পাঁচজনকে গুরুতর জখম করে তিনি তার ছেলে হারানোর বদলা নেন। রেজা গুল নামে শোকার্ত ওই মা তালেবান সামরিক সৈন্যদের বিরুদ্ধে সাত ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে লিপ্ত হন। আর ছেলে হত্যার বদলা নেয়া এই যুদ্ধে রেজা গুলকে সহায়তা করেন তার মেয়ে ও পুত্রবধূ। খবর ডেইল মেইলের।



সন্তান হত্যার প্রতিশোধ নেয়ার পর রেজা গুল সংবাদ মাধ্যমকে জানান, কিছুদিন আগে ফারাহ প্রদেশে একটি পুলিশ চৌকিতে হামলা করে তার ছেলেকে হত্যা করে তালেবানরা। তখনই ছেলে হারানোর শোক জ্বেলে দেয় প্রতিশোধের আগুন। একমাত্র মেয়ে ও পুত্রবধূকে নিয়ে শুরু করেন আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ। খুঁজতে থাকেন পাল্টা হামলার সুযোগ। সম্প্রতি তালেবানরা একটি তল্লাশি চৌকিতে হামলা চালালে হাতে আসে কাঙ্ক্ষিত সেই সুযোগ। পুলিশ সদস্যদের পাশে দাঁড়ান অস্ত্র হাতে।



রেজা গুল আরও বলেন, ‘ছেলের মৃত্যুর পর নিজেকে সামলে রাখতে পারিনি। অস্ত্র তুলে নিই। তল্লাশি চৌকিতে গিয়েই আমরা তালেবানদের গুলি করতে শুরু করি।’ স্বামীর মৃত্যুতে কাতর রেজা গুলের রেজা গুলের পুত্রবধূ সীমা বলেন, ‘আমরা হালকা ও ভারী অস্ত্র নিয়ে প্রতিশোধ নিতে যাই। আমরা যখন তল্লাশি চৌকিটিতে পৌঁছাই তখন তুমুল যুদ্ধ চলছে। কিন্তু আমরা শেষ বুলেট পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা করেছিলাম।’



রেজা গুল তার মেয়ে এবং পুত্রবধূর এই বীরোচিত প্রতিশোধ সম্পর্কে জানতে পেরেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বিষয়টি তালেবানদের বিরুদ্ধে জন-অসন্তোষের চূড়ান্ত বহির্প্রকাশ বলে জানিয়েছে। তবে তালেবানরা রেজা গুলের এই প্রতিশোধ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।



গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী প্রত্যাহারের পর থেকে দেশটি জুড়ে হামলা চালিয়ে আসছে তালেবান সামরিক বাহিনী।. 

Share this post

scroll to top
error: Content is protected !!