DMCA.com Protection Status
title=""

অবশেষে আরেফীন রুমি এবং অনন্যার বিবাহ বিচ্ছেদ

rumi...অবশেষে বিচ্ছেদ ঘটলো সংগীতশিল্পী আরেফীন রুমি ও তার প্রথম স্ত্রী অনন্যার দাম্পত্য সম্পর্কের। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে সব মামলার বেড়াজাল থেকে বের হতে পারবেন রুমি। কারণ অনন্যার সঙ্গে সমঝোতা হয়ে গেছে তার।

রোববার বিকেলে তালাকের হলফনামায় সই করেছেন রুমি। অনন্যাও রুমির পাঠানো তালাকনামা গ্রহণ করেছেন।

জানা গেছে, নব্বই দিন পর এ তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর মাঝে সালিশি পরিষদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কাবিননামার দেন মোহরবাবদ ১ লাখ টাকা ও আনুষ্ঠানিক তালাকের আগ পর্যন্ত ভরণপোষণ বাবদ ১ লাখ টাকা দিয়েছেন রুমি।

এছাড়া রোববার দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাজধানীর মৌলভীবাজার শাখায় সন্তান আরিয়ানের জন্য ২০ লাখ টাকা এফডিআর করেছেন রুমি।

উল্লেখ্য সংগিত শিল্পী আরেফিন রুমী কিছুদিন পূর্বে প্রথম স্ত্রীর বিনানুমতিতে ২য় বিয়ে করলে তার স্ত্রী অনন্যার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছিলো।

Share this post

scroll to top
error: Content is protected !!