মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জ্যেষ্ঠ সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধূরীর চিকিৎসায় অবহেলার ঘটনায় অভিযুক্ত রাজধানীর পান্থপথের মোহনা হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল মোহনা হাসপাতাল পরিদর্শন করে। হাসপাতালটি পরিদর্শন করে পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোশাররফ হোসেন এবং অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের নেতৃত্বে দলটি পরিদর্শনে গিয়ে দেখতে পান কোনোরকম অনুমোদন ছাড়াই হাসপাতালটি চালাচ্ছিল মোহনা কর্তৃপক্ষ।
এবিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী জানান, ডায়াগনস্টিক সেন্টার চালানোর অনুমতি পেলেও হাসপাতালের কার্যক্রম চালানোর কোনো লাইসেন্স তারা পরিদর্শন দলকে দেখাতে পারেনি। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতাল বন্ধ করে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সেখানে ভর্তি হওয়া রোগীদের অন্য হাসপাতালে পাঠানোর নির্দেশও দেয়া হয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি তদন্ত করার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতে প্রেসক্লাব থেকে বাসার দিকে যাওয়ার সময় কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেল মোড়ে বাস থেকে নামার সময় অন্য একটি বাসের ধাক্কায় জগলুল আহমেদ চৌধূরী মৃত্যুবরণ করেন। তিনি বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন জগলুল আহমেদ চৌধূরী।