DMCA.com Protection Status
title="শোকাহত

গ্রামীনফোনের নতুন বিজ্ঞাপনের মডেলঃ হূমায়ুন পু্ত্র নুহাশ হুমায়ূন,

381276_377627422308123_1813345840_nনন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জ্যেষ্ঠ পুত্র নুহাশ হুমায়ূন এখন মডেল। সম্প্রতি তিনি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের 'গুড নিউজ নাম্বার-১২১১৩' শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।

 

জানা গেছে, গ্রে অ্যাডভার্টাইজিংয়ের তত্ত্বাবধানে নুহাশ হুমায়ূন অভিনীত বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন পিপলু আর খান। ইউটিউবে ৩০ নভেম্বর বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। চমৎকার এই বিজ্ঞাপনটিতে দারুণ কাজ করেছে নুহাশ।

 

সম্প্রতি শুরু হওয়া এই চমৎকার বিজ্ঞাপনটিতে নুহাসের সাবলীল উপস্থিতি দর্শকরা  দারুন  পছন্দ করেছে ।এ ধরনের নতুন  আইডিয়ার কাজ পেলে সে আরও করতে ইচ্ছুক বলে জানা গেছে।নুহাশ হূমায়ুনের জন্য আমাদের শুভ কামনা রইলো।

Share this post

scroll to top
error: Content is protected !!