চাহিদা অনুসারে বাংলাদেশকে বিদ্যুৎ দেবে প্রতিবেশী রাষ্ট্র ভারত। গতকাল সোমবার ত্রিপুরা রাজ্যের পালাটানায় বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ত্রিপুরা থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নসরুল হামিদ সাংবাদিকদের সাথে কথা বলার বলেন, ভারতের কাছে আমাদের ১০০ মেগাওয়াট বিদ্যুতের অনুরোধ ছিল, আমরা ভবিষ্যতের জন্য আরও চেয়েছি, বাংলাদেশ যা চাইবে নরেন্দ্র মোদি তাই দেওয়ার কথা বলেছেন। বিনিময়ে তাঁরা আমাদের সহযোগিতা চেয়েছেন।
ভারত ত্রিপুরায় পণ্য পরিবহণের জন্য বাংলাদেশের আশুগঞ্জ ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় বলেও সাংবাদিকদের জানান বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী।