ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ‘খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী উষ্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘৩ ডিসেম্বর টিআইবি রির্পোট প্রকাশ করেছে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। এটা একেবারেই মিথ্যা কথা। এ মিথ্যা রিপোর্ট প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করা উচিৎ।’
তিনি বলেন, ‘যারা বিদেশি কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করছেন তাদের সম্পর্কে জানতে সরকারকে তদন্ত কমিটি গঠন করতে হবে।’
টিআইবি মির্জা ফখরুলের সঙ্গে আলোচনা করেই এ রিপোর্ট দিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘টিআইবির রিপোর্ট প্রকাশিত হওয়ার পরপরই মির্জা ফখরুল যেভাবে গলা উচিয়ে ভাষণ দিয়েছেন তাতে মনে হয় তার সঙ্গে আলোচনা করেই টিআইবি এসব রিপোর্ট প্রকাশ করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখা দরকার।’
হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে জিয়া পরিবার। আর সেই থেকে তারা আজও ষড়যন্ত্র করে আসছে।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তও ছিল খালেদা ও তারেক জিয়ার। এখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিল না। নেতাকর্মীরা তাই এ নিয়ে আজও ক্ষোভ প্রকাশ করছে।’
খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কদিন আগে খালেদা জিয়া তার ভাষণে বলেছেন- জামায়াতের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। অথচ জামায়াতের সঙ্গে বিএনপির এখনো মধুর সম্পর্ক রয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।