ধর্ম নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়ন করে সে আইনে ধর্মদ্রোহী আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে আল্টিমেটাম দিয়েছে সম্মিলত ইসলামী দলগুলো।
সম্মিলত ইসলামী দলগুলোর মহাসচিব মো. জাফরুল্লাহ খান শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম ঘোষণা করেন।
তিনি বলেন, ‘এদিকে ২৫ ডিসেম্বরের মধ্যে এ দাবি বাস্তবায়নের জন্য ১০ ডিসেম্বর সব জেলায় বিক্ষোভ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে ইসলামী দলগুলো। আজ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ধর্ম নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আইনের পক্ষে গণসচেতনতা, গণসংযোগ ও বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করা হবে।’জাফরুল্লাহ খান বলেন, ‘দফায় দফায় আমরা আল্টিমেটাম দিয়েছি কিন্তু এতে সরকারের বোধদয় হয়নি। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছে সরকার। আমরা বারবার শন্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সরকারি এ ষড়যন্ত্র ও হঠকারিতার কারণে আমরা ২৬ অক্টোবর হরতাল দিতে বাধ্য হয়েছিলাম। সেই হরতালে সরকার সহযোগিতা তো করেইনি বরং তা প্রতিহত করতে দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘২৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে লাগাতার গণআন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। তখন সব পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’