DMCA.com Protection Status
title="শোকাহত

ফিল্মী স্টাইলে বিকাশ এজেন্টকে গুলি করে ৯০ লাখ টাকা ছিনতাই

BICASH-e1405860714888রাজধানীর মিরপুরের রূপনগরে প্রশিকা ভবনের সামনে ফিল্মী স্টাইলে   বিকাশ এজেন্টকে গুলি করে ৯০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে দৈনিক প্রথম বাংলাদেশ  কে জানিয়েছেন রূপনগর থানার ওসি শিকদার মো. শামীম হোসেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেট করে বিকাশ এজেন্ট মহাদেব দত্ত ও ইয়াহিয়া ওরফে শিপন ৯০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী এসে গাড়ির গতি রোধ করে এলোপাতারি গুলি ছুড়ে ৯০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় গাড়ির চালক জাভেদ গুলিবিদ্ধ হন।

ওসি আরো জানান, ছিনতাইয়ের ঘটনায় এখনো কেউ আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে।

Share this post

scroll to top
error: Content is protected !!