DMCA.com Protection Status
title="৭

বৃটিশ নৌঘাঁটি চুক্তির প্রতিবাদে বাহরাইনে ব্যাপক বিক্ষোভ

image_109415_0_111338বৃটিশ নৌঘাঁটি নির্মাণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে বাইরাইনের নাগরিকেরা। ঘাঁটি নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির বিরোধীদল ও মানবাধিকার সংগঠনসমূহ।সাধারনতঃ মধ্যপ্রাচ্যের শেখ শাসিত এসব দেশে এধরনের বিক্ষোভ প্রতিবাদ বিরল হলেও,বিশ্বায়নের এই যুগে কোন সরকারের পক্ষেই এখন যা খুশী তাই করা দুরুহ হয়ে উঠছে।



সিত্রা দ্বীপের ‘মিনা সালমান’ বন্দরে এ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এর প্রতিবাদে দ্বীপটির বাসিন্দারা রাস্তায় নেমে আসে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। তারা অবিলম্বে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি বাতিলের দাবি জানিয়েছেন। সরকারের সিদ্ধান্তের পর দেশটিতে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদুত লেইন লিনডসের পদত্যাগের দাবিও উঠেছে।



এদিকে রাজনৈতিক কর্মীরা বলছেন বৃটেনকে নৌঘাঁটি করার সুযোগ করা দেয়ার মানে হচ্ছে, দেশের সুন্নিদের কারাদণ্ড দেবার বিষয়ে বৃটেনের নিরবতার জন্য পুরস্কৃত করা। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও সরকারের এ পদক্ষেপের বিরোধিতা করেছে।



বাহরাইনের সরকার-বিরোধী নেতারা এ সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এই চুক্তির মধ্যদিয়ে বাহরাইন গোটা মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর অভিযানের মূল ঘাঁটিতে পরিণত হবে।



বাহরাইনের মানবাধিকার কেন্দ্রের প্রধান ও সরকারবিরোধী রাজনীতিবিদ নাবিল রজব বলেছেন, “বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বৃটিশ সরকারের নিরবতার পুরস্কার হিসেবে সেদেশকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। বাহরাইনের স্বৈরাচারী ও দুর্নীতিবাজ সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে বৃটিশ সরকার।” 

Share this post

scroll to top
error: Content is protected !!