সুপ্রিম কোর্টের আইনজীবী ড.তুহিন মালিকের বিরুদ্ধে মানহানি, রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে ৩ টি মামলা দায়ের করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী মামলা ৩টি দায়ের করেন।
তুহিন মালিকের আরেক বক্তব্য, ‘একমাত্র বিকল্প রয়েছে সংবিধান বাতিল। কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা। কিছুই থাকবে না।' এই বক্তব্যে রাষ্ট্রদ্রোহোর অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ইস্ট লন্ডনের ওয়াসা লিলি গার্ডেন অডিটোরিয়ামে এক সেমিনারে ড.তুহিন মালিক বলেন, ‘সংবিধান হচ্ছে মুজিব পরিবারের গান বাজনা। তাই এ সংবিধান বাতিল করতে হবে।' এই বক্তব্যে তুহিন মালিকের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।
অপর বক্তব্যে ড.তুহিন বলেন, ‘এই সরকার ইচ্ছা করেই সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতা জুড়ে দিয়েছে।’ এই বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।