ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু।
বাংলাদেশে শিল্পকলা একাডেমীতে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৪ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের এতো সাফল্য থাকা সত্ত্বেও কোনো কোনো গোষ্ঠী আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করেন তাহলে আমরা তা মাথা পেতে নেব। আর উদ্দেশ্যেমূলক হলে আমারা অবশ্যই প্রতিবাদ করবো।
দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সর্ব ক্ষেত্রে আমাদের সফলতা রয়েছে তা আমরা বলি না। তবে আমাদের সীমিত জনবলের মধ্যে আমরা যথাসাধ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পিছনে দুদকের কাজের অবদান রয়েছে।’