DMCA.com Protection Status
title="শোকাহত

সিআইয়ের নিষ্ঠুরতা এবং মিথ্যাচারের তথ্য ফাঁস

Cuba-Guantanamo-10th-_Webf-690x388জঙ্গি সন্দেহে আটকদের ওপর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের নিষ্ঠুরতার তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট ইনটেলিজেন্স কমিটি।

নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর কয়েক বছর ধরে জঙ্গি সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের ওপর জিজ্ঞাসাবাদের নামে নিষ্ঠুর অত্যাচার চালায় সিআইএ।

মঙ্গলবার সিনেট ইনটেলিজেন্স কমিটি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশ হওয়া উচিত কিনা এ নিয়ে দীর্ঘ বিকর্ত ছিল। সিআইএ ও রিপাবলিকানদের প্রবল আপত্তির মুখেই প্রতিবেদনটি প্রকাশ করা হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ ঠান্ডা মাথায় মিথ্যা তথ্য দিয়ে মার্কিন নাগরিকদের বিভ্রান্ত করে গেছে। আর পুরো বিষয়টি নিয়ে সংস্থাটি মিথ্যাচার করেছে।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বন্দীদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়াটি মার্কিন মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে মার্কিন ভাবমূর্তি বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে।

অন্যদিকে ডেমোক্র্যাটিক নেতারা বলেছেন, ওসামা বিন লাদেন ও অন্যান্য জঙ্গিদের কাছ থেকে অমানবিক হওয়ার দরকার ছিল।

প্রতিবেদন প্রকাশের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও মার্কিন স্থাপনায় হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মোট ছয় হাজার পৃষ্ঠার ওই প্রতিবেদনের সারমর্ম হিসেবে ৪৮০ পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, জঙ্গি সন্দেহে আটকদের কাছ থেকে তথ্য বের করতে নিষ্ঠুর ও অমানবিক কৌশল ব্যবহার করেছে সিআইএ। তাদের যৌন নির্যাতনের হুমকি দেয়া হয়েছে, না ঘুমাতে দিয়ে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্য না পেলেও নির্যাতন বন্ধ হয়নি।

সিআইএ নির্যাতনের এ নীতি নিয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে। বারাক ওবামা তা বাতিল করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!