স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন- হাতে আর সময় নেই, যা কিছু করার ডিসেম্বরের মধ্যেই করতে হবে।
বিএনপি চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে বুধবার রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন থানার নেতাদের কথা শোনেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি এই মুহুর্তে দিলে শত্রুরা এটা ব্যবহার করার সুযোগ নিতে পারে। তাই ধৈর্য্য ধরতে হবে। আন্দোলনের পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।খালেদা জিয়া বলেন, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই জালিম সরকারের পতনের আন্দোলনে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আমি জানি তোমরা ঐক্যবদ্ধ আছো।
এ সময় বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাদের নির্দেশ দেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সংগঠনের ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক ইয়াসিন আলী, দক্ষিণ-এর আহ্বায়ক আলী রেজাউর রহমান রিপনসহ বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা।