DMCA.com Protection Status
title="শোকাহত

বিএনপিকে কঠোর হাতে দমন করা হবেঃবানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

tofayel-2বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতির সবগুলো সূচক এখন উন্নতির দিকে যাচ্ছে, আর বিএনপি আন্দোলন সংগ্রামের হুমকি দিচ্ছে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে।

বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের নামে বিশৃঙ্খলার কারণে দেশের জিএসপি সুবিধা বাতিল হয়েছে। জিএসপি বাতিল হলেও রপ্তানি বেড়েছে। সম্প্রতি ঢাকা অ্যাপারেল সামিট শেষ হয়েছে। এ সামিটে বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।  এদেশের তৈরি পোশাক খাতের বিষয়ে তারা বিস্ময় প্রকাশ করেছে। আর বেগম খালেদা জিয়া বলছেনে তৈরি পোশাক খাত নষ্ট করছে আওয়ামী লীগ।’

২০১৯ সালের ২৯ জানুয়ারীর পূর্বে ৯০ দিনের মধ্যে শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তোফায়েল বলেন, ‘এর আগে কোনো অবস্থাতে নির্বাচন নয়। তখন সংলাপ করা হবে। এর আগে কোনো সংলাপের প্রশ্নই আসে না। কারণ ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করে প্লেন মিস করেছে। এখন অপেক্ষার পালা। কিন্তু আন্দোলন সংগ্রামের নামে কোনো বিশৃঙ্খলা মেনে নিবে না আওয়ামী লীগ।’

বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘ফখরুল বলেছে তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। যাতে তারা নির্বাচন করতে না পারে। মিথ্যা মামলা করে বিএনপিকে দূরে রাখার কোনো ইচ্ছে সরকারের নেই। সাহস থাকলে দেশে এসে আইনি মোকাবেলা করুন। মামলা মিথ্যা প্রমাণ করুন।’

ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ডা. এনামুল হক, এম এ মালেক, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!