DMCA.com Protection Status
title="শোকাহত

মৌলবাদের চেয়ে সীমিত গণতন্ত্র অনেক ভালো: আবদুল গাফফার চৌধুরী

102706_1আফগানিস্তান, পাকিস্তান এবং ড্রোন হামলার চেয়ে সীমিত গণতন্ত্র ভাল বলে মন্তব্য করেছেন প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে মৌলবাদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত খারাপ কাজ করুক আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন দিয়ে যাবো।

৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাফফার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন জাতীয় সংবর্ধনা কমিটি। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।


বাংলাদেশে রাজনীতি ভীত শক্ত না হওয়ার কারণে এদেশে মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে। আর দেশে থাকছেন মাদরাসা পড়ুয়ারা। যারা সব সময় পেছনে দিকে যেতে চায়।প্রবীণ এই সাংবাদিক বলেন, যতদিন বাংলাদেশ থেকে মৌলবাদি গোষ্ঠী হেফাজত, জামায়াত শেষ না বলে ততদিন গণজাগরণমঞ্চের মতো শক্তিকে সমর্থন দিয়ে যাবো।

এ সময় তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ওই সময়ে এলিট একটি শ্রেণী হিটলারকে সমর্থন করেছিল। এলিট শ্রেণী যুগে যুগে মৌলবাদকে আশ্রয়-প্রশয় দিয়ে থাকেন।

Share this post

scroll to top
error: Content is protected !!