ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে তাপবিদুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ভারতের বিদ্যুৎ ও কয়লামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরীর বৈঠক হয়েছে। এতে তিনি ভারতের সঙ্গে যৌথভাবে একটি তাপবিদ্যু কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছেন। কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রস্তাবিত এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে সুন্দরবনের পাশে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো করে।
প্রসঙ্গত, বাগেরহাটে সুন্দরবনের কাছে রামপালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ইতিমধ্যে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে তৌফিক ই এলাহী চৌধুরী বলেছেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের একটি কয়লার ব্লক দেয়া হলে রামপালের মতো করেই ভারতের অভ্যন্তরে যৌথভাবে আমরা একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারি।’
ভারত এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।