সংবাদটি পড়েছেন: 547
অবশেষে মুখ খুললেন জাতীয় ক্রিকেটার রুবেল হোসেন . রুবেল – 'আমি যদি হ্যাপিকে বিয়ে না করি তাহলে হ্যাপি আমার নামে মামলা করবে। এই হুমকি হ্যাপি আমাকে আগেই দিয়েছিল।
ওর সাথে আমার তেমন বেশি সম্পর্ক ছিলনা। মাঝে মধ্যে ফোনে কথা হতো। আমি আসলে ভাবিনি ও এরকম করবে। ওর সাথে আমার কোন প্রকার শারীরিক সম্পর্ক হয়নি।
আর এখন বলছে বিয়ে করলে মামলা তুলে নিবে। এটা কি রকম কথা?
এটা মোটেও ঠিক না।আমার ক্যারিয়ার নিয়ে ও খেলা করছে।
আমি লজ্জায় ফোন বন্ধ করেছি। কি করবো বুঝে উঠতে পারছিনা।