অত্যন্ত আশ্চর্যের বিষয় হলেও এটা সত্য যে, স্বাধীনতার ৪৩ বছর পার হলেও পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল নেই বাংলাদেশের কাছে। মূল দলিল এবং এর একটি প্রতিরূপ রয়েছে ভারতে। তবে এ তথ্য জানেন না খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আত্মসমর্পণের স্মারকটি সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর; বিকেল ৪টা ৩১ মিনিট। তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে এই টেবিলের ওপরেই আত্মসমপর্ণ দলিলে সই করেন লে. জে নিয়াজি আর যৌথ বাহিনীর পক্ষে সই করেন লে. জে. জগজিৎ সিং অরোরা।
স্বাধীনতার ৪৩ বছর অতিক্রম করেছে বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের দলিল নেই রাষ্ট্রের কাছে। স্বাধীনতার গুরুত্বপূর্ণ দলিলটি যে দেশেই নেই, তাও জানে না সরকার।
আত্মসমর্পণ দলিলের মূল কপিটি আছে ভারত সরকারের কাছে। জগজিৎ সিং অরোরার ব্যক্তিগত সংগ্রহে আছে দলিলের একটি প্রতিরূপ।
ব্যক্তি পর্যায়ে যোগাযোগ করে জগজিৎ সিং অরোরার কাছ থেকে আত্মসমর্পণ দলিলের প্রতিরূপটি সংগ্রহের চেষ্টা করছে জাতীয় জাদুঘর।
জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বলছে, সব ঠিক থাকলে আগামী বছরের ষোলোই ডিসেম্বরের আগেই মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্মারক দেখতে পাবে বাংলাদেশের মানুষ।