DMCA.com Protection Status
title="শোকাহত

পেশোয়ারে ভয়াবহ তালেবান হামলায় ‘র’-এর সমর্থন আছে: জেনারেল পারভেজ মুশাররফ

103535_1পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ বলেছেন, পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সমর্থন আছে। সিএনএন নিউ ডে’র সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। আর জেনারেল পারভেজ মুশাররফের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

জেনারেল মুশাররফ আরো বলেছেন, “আমি মোটামুটি নিশ্চিত যে, টিটিপি নেতা মোল্লা ফাজলুল্লাহকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সমর্থন দিয়েছেন।” পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা অবশ্যই ফাজলুল্লাহর অবস্থান সম্পর্কে জানে। তিনি প্রশ্ন করেন, “কেন আপনারা পাকিস্তানকে সমর্থন করছেন না?”


তিনি বলেন, মঙ্গলবারের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গত ১৫ বছর ধরে এ অঞ্চলে যা ঘটছে তারই ধারাবাহিকতা।জেনারেল মুশাররফ বলেন, “আমাদের কাছে যারা সন্ত্রাসী তারা আপনার দৃষ্টিতেও সন্ত্রাসী হবে। কিন্তু সমস্যাটা হয়েছে- অনেক ক্ষেত্রে আমাদের সন্ত্রাসীরা আপনার কাছে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয় না এবং আপনি তাদেরকে আপনার জন্য সন্ত্রাসী মনে করেন না।”

Share this post

scroll to top
error: Content is protected !!