DMCA.com Protection Status
title="৭

সশস্ত্র বাহিনী নিয়ে গর্ববোধ করিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

103555_1সশস্ত্র বাহিনী নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও এএফডব্লিউ কোর্স ২০১৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে গর্ববোধ করি। মহান মুক্তিযুদ্ধে খুবই প্রাথমিক স্তরের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অসম সাহস ও অদম্য ইচ্ছাশক্তিতে লড়াই করে বিজয় অর্জন করেছেন।

বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রযুক্তিগত উন্নয়নসহ আধুনিক সরঞ্জামাদি ও পর্যাপ্ত প্রশিক্ষণ-সুযোগ তৈরিতে আমরা সমর্থ হয়েছি।

তিনি বলেন, প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ ও বিপর্যয়ের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও কঠোর শ্রম দিয়ে এদেশের মানুষকে সাহায্য করে আসছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশে ও বিদেশে অত্যন্ত দক্ষতার প্রমাণ রাখছেন।

আমি আশা করি, জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে এই অংশীদারিত্ব সময়ের পরিক্রমায় আরও শক্তি সঞ্চয় করবে।

Share this post

scroll to top
error: Content is protected !!