বাংলাদেশে নিযুক্ত আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, “আমেরিকা বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা করে না। এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তবে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং যুক্তরাষ্ট্র আশা করে অচিরেই সরকার এবং বিরোধী দল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বারিধারার আমেরিকান সেন্টারে বিদায়ী সংবাদ সম্মেলনে মজীনা এসব কথা বলেন।
মজীনা বলেন, “গার্মেন্ট সেক্টরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।”মার্কিন রাষ্ট্রদূত বলেন, “কোনো মানদণ্ডেই বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়।
তিনি জানান, বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী ও কোস্ট গার্ডকে সহায়তা দিচ্ছে আমেরিকা।
মজীনা বলেন, “বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক। এ দেশটি বিস্ময়করভাবে শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছে। আমি নিশ্চিত যে, বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারবে। যে দেশকে স্বাধীনতা যুদ্ধের পর তলাবিহীন ঝুড়ি বলা হতো, সে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষিতে মহাবিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশের গর্ব করার মতো অনেক কিছু রয়েছে।”