DMCA.com Protection Status
title="৭

সরকার কোন ঘটনায় ক্ষমতাচ্যুত হবে তা বলা মুশকিল : বিশিষ্ট আইনজ্ঞ ড. শাহদীন মালিক

103776_1বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, সরকার জনসমর্থন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে, কিন্তু কোন ঘটনায় ক্ষমতাচ্যুত হয় তা বলা মুশকিল। শুক্রবার রাতে মতিউর রহমান চৌধুরী’র উপস্থাপনায় চ্যানেল আইয়ে’র ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শাহদীন মালিক বলেন, সরকার বিরোধী দলকে আন্দোলনে মাঠেই নামতে দেবে না,এটা রাজনীতির ভাষা হতে পারে না। সরকার এ ধরনের কথা বলে নিজেরই চরম দুর্বলতা প্রকাশ করছে।


সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে আন্দোলনের জন্য রাজপথে নামতে দেয়া হয় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র এ ভাবে চলতে পারে না। সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। তাদেরকে ব্যবহার করে বিএনপিকে রাজপথে নামতে দেবে না,এটা অস্বাভাবিক কিছু নয়। সরকার এই ধরনের ব্যবস্থা যত নেবে তার প্রতি জনসমর্থন তত কমবে।এ ধরনের জনসমর্থনহীন অবস্থায় দেশ চালানো অত্যন্ত বিপদজনক ।

 

পাকিস্তানের হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পাকিস্তানের সময় এসেছে তালেবানদের বিরুদ্ধে অবস্থান নেয়ার। এক সঙ্গে এতগুলো শিশুকে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। আগে যারা তালেবানদেরকে সমর্থন করতেন তাদের মনে কিছুটা হলেও ঘৃণা এসেছে। যারা তাদেরকে আশ্রয় দিয়ে সাহয্য করত তারা কিছুটা হলেও সেই অবস্থান থেকে সরে আসবে বলে মনে হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!