DMCA.com Protection Status
title="শোকাহত

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার হিড়িকঃএ পর্যন্ত ২৮ মামলা,৭ পরোওয়ানা

tarikবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার আদালতে আরও ১৫ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩টিতে জারি করা হয়েছে গ্রেপ্তারী পরোয়ানা। এনিয়ে দু’দিনের ব্যবধানে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো ২৮ এ। এছাড়া গ্রেপ্তারী পরোয়ানা হলো ৭ টিতে।

তবে এসব মামলা সম্পূর্ন সরকারী তত্বাবধানে করা হচ্ছে বলে বিএনপি পন্থী আইনজীবিগন মনে করছেন।এছাড়াও এসব মানহানী মামলা(কোন প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে কটুক্তি করলে) আইনের কোন ধারায় বিচার করা হবে সে বিষয়টি নিয়েও যথেষ্ট  ধারনা দিতে পারেননি কেউ।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরঃ

 

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ পাঁচজনকে আসামি করে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা মো. শওকত আলী খান বাদী হয়ে ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্নার আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দীন, লন্ডনের অনুষ্ঠানের সভাপতিত্বকারী শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও অনুষ্ঠানের সভা পরিচালনাকারী কায়েস আহমেদ।

মামলার শুনানি শেষে বিচারক তারেক রহমান ও রুহুল কবির রিজভীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মাদারীপুর: একই অভিযোগে দায়ের কারা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মাদারিপুরের আদালতেও।

সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল আখতার।

পরে মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

  

যশোর: এদিকে একই অভিযোগে যশোরেও মামলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।

সোমবার বেলা সাড়ে ১১টার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

পরে বিচারক আবু ইব্রাহিম মামলাটি গ্রহণ করে আগামী ৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

খুলনা: তারেক রহমানের বিরুদ্ধে খুলনায় ৪ মামলা হয়েছে। এর মধ্যে একটিতে গ্রেপ্তারি পরোয়ানা এবং অপর ৩টিতে সমন জারি করেছেন আদালত।

সোমবার সকালে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন বিজ্ঞ মহানগর হাকিম জাকারিয়া হোসেন টিপুর আদালতে অভিযোগ দাখিল করলে শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেন আদালত।

Tarique Rahman তারেকের নামে আরো ১৫ মামলা, পরোয়ানা ৩অন্যদিকে মহানগর যুবলীগ নেতা ও কেসিসির কাউন্সিলর আলী আকবর টিপু বিজ্ঞ মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে, স্বেচ্ছাসেবক লীগ নেতা কেসিসির সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন বিজ্ঞ মহানগর হাকিম আবির পারভেজের আদালতে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর বিজ্ঞ মহানগর হাকিম সুলতান মাহমুদের আদালতে পৃথকভাবে মামলা দায়ের করেন।

শুনানি শেষে এ তিন মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করা হয়।

কুষ্টিয়া: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালত থেকেও সমন জারি হয়েছে।

সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি আলী মুর্তজা সিদ্দিকী খসরু কুষ্টিয়ার সদর থানার আমলী আদালতে বিশ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ দায়ের করলে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

বরিশাল: তারেক রহমানের বিরুদ্ধে বরিশাল আদালতে পৃথক দু’টি মানহানির মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুর পৌঁনে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বরিশাল মহানগর যুব লীগের সদস্য অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার এবং বিএম কলেজের অস্থায়ী কর্ম পরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাত মামলা দু’টি দায়ের করেন।

পরে বিচারক নুসরাত জাহান মামলা দু’টি আমলে নিয়ে তারেক রহমানকে আগামী বছরের ১১ মার্চ আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

দিনাজপুর: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে দিনাজপুরেও। পরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী তার বিরুদ্ধে সমন জারি করেন।

সোমবার হাবিপ্রবি ছাত্রলীগ নেতা অরুন কান্তি রায় সিটন বাদী হয়ে দিনাজপুর প্রথম শ্রেণীর জুডিশিয়াল আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

লক্ষ্মীপুর: তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে লক্ষ্মীপুরের আদালতে।

সোমবার বিকেলে পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলী আদালতে এ মামলা করেন।

পরে মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন ওই আদালতের বিচারক ইব্রাহীম খলিল।

মেহেরপুর: এইক অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে মেহেরপুরের আদালতেও।

সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

পিরোজপুর: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘পাকবন্ধু’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে পিরোজপুরের আদালতেও।

সোমবার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাসারের আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আলাউদ্দিন খান এ মামলাটি দায়ের করেন।

পরে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তারেক জিয়ার বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

প্রসঙ্গত, ৪৪তম বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপির আটদিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেছিলেন, ‘আওয়ামী লীগ দাবি করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় ‘রাজাকার’।’

তিনি আরও বলেছিলেন, ‘বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি।’

এমন মন্তব্য করার পর থেকে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ মানহানির মামলা হতে থাকে।

Share this post

scroll to top
error: Content is protected !!