দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ এবং এক সাংসদের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদল, যুবদল ও বিএনপি কর্মীরদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু,ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী সোহেল,ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল সহ ৯৪ জনের বিরুদ্ধে ২টি মামলা করেছে পুলিশ।
রাজধানীর শাহবাগ ও চকবাজার থানায় বুধবার রাতে দায়ের করা এসব মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের আরও দেড় শতাধিক নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তাকে গুরুতর আহত করার ঘটনায় ‘হত্যা চেষ্টার’ অভিযোগও আনা হয়েছে।
শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি দেখিয়েছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বলেন, ”সংসদ সদস্যকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ, জখম, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নগদ অর্থ ও মোবাইল চুরি এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।”
তিনি জানান, ২৩ আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় কেউ নেই, অধিকাংশই যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মী। তাদের আটজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করেছেন এসআই দেলোয়ার হোসেন।