DMCA.com Protection Status
title=""

দেশে ফিরেই বিএনপিকে আলটিমেটাম দিলো ছাত্রলীগের সাঃ সম্পাদক নাজমূল

104592_1ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম বিমানবন্দর থেকে সরাসরি ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করেন।

সেখানে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শুধু ২৭ তারিখ গাজিপুরে নয়, তারেক রহমান বক্তব্য প্রত্যাহার না করলে দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না। করতে চাইলে ছাত্রলীগ তা প্রতিরোধ করবে।’

নাজমুল বেলা দুইটার দিকে প্রায় ২০০ বাইক নিয়ে মহড়া দিতে দিতে প্রটোকলসহ ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করেন।


বুধবার ফেইসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ছবি বিশ্বাসের ওপর হামলার জবাব দেওয়া হবে ‘তিন দিনের মধ্যে’।এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগের কণ্ঠেও একই হুশিয়ারি শোনা গিয়েছিল।



 

“ডাক্তার বলছিল আরও কয়টা দিন থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউ এর কারণে।

“নেড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের।”

Share this post

error: Content is protected !!